রাজ্যের খবর

চাকদায় তৈরি দুর্গা যাচ্ছে প্যারিস

Internationl durga puja

The Truth of Bengal : বাঙালির প্রাণের উৎসব। বাংলার শ্রেষ্ঠ উৎসব। বাঙালি বছরভর প্রতীক্ষায় থাকে সেই উৎসবের। দেখতে দেখতে এসেই গেল দুর্গোৎসব। দিকে দিকে ফুটে ওঠা কাশফুল জানান দিচ্ছে পুজো আসতে আর আর মাত্র কয়েকটা দিন বাকি। সেজে উঠছে বিভিন্ন ধরনের থিমের মণ্ডপ। নিজেদের শিল্পকর্ম ফুটিয়ে তুলতে ব্যস্ত থিম মেকাররা। অনেক মণ্ডপে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। পিছিয়ে নেই বিদেশও। বিদেশে যেখানে যেখানে দুর্গাপুজো হয়, সেখানেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাংলা থাকে যাচ্ছে দুর্গাপ্রতিমা।

এবার নদিয়া চাকদার কেবিএমের বাসিন্দা অনুপ গোস্বামী হাতে তৈরি ফাইবারের দুর্গা প্রতিমা পাড়ি দিতে চলেছে প্যা রিসের পথে। গত দুই মাস ধরে তিনি তৈরি করেছেন এই প্রতিমা। প্রতিমার উচ্চতা সাড়ে সাত ফুট। চওড়া সাড়ে দশ ফুট। একচালা প্রতিমা ফোল্ড করা যাবে। ওজন আনুমানিক দুশো কেজির মতো। অনুপবাবুর হাতে তৈরি দুর্গাপ্রতিমা অস্ট্রেলিয়া ও বাহারিন গিয়েছে। এবছর যাচ্ছে প্যা রিস। রথযাত্রায়স সময় এই ফাইবারের দুর্গাপ্রতিমার অর্ডার পান অনুপবাবু। নাওয়াখাওয়া ছেড়ে প্রতিমা তৈরি করতে লেগে যান।

যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করেছেন তিনি। এবার প্যামরিসে পাঠানোর কাজ। কন্টেনারে করে খিদিরপুর ডকে পৌছবে। সেখান থেকে জাহাজে করে প্যা রিসে রওনা দেবে।ছোটবেলা থেকে মাটির কাজ করতে ভালবাসতেন। তার জন্য বাড়ির বড়দের কাছে বকা পর্যন্ত খেয়েছেন। বাড়ি ছেড়ে চলে যান কলকাতার কুমোরটুলি। সেখানে কয়েক বছর কাজ শেখেন। কাজ শিখে চাকদায় ফিরে আসেন। সেখানে তিনি কাজ শুরু করেন। এখন তার হাতে তৈরি দুর্গাপ্রতিমা যাচ্ছে বিদেশে। প্রবাসী বাঙালিদের কাছে বেশ ভালই নাম হয়েছে অনুপবাবুর।

Related Articles