কোল্ড স্টোরেজে প্রান্তিক চাষিদের জন্য ৩০ শতাংশ জায়গা ফাঁকা রাখার নির্দেশ
Instructions to keep 30 percent space vacant for marginal farmers in cold storage

Truth Of Bengal: আলু মজুত করার জন্য কোল্ড স্টোরেজে ৩০ শতাংশ জায়গা ফাঁকা রাখার নির্দেশ দিল রাজ্য সরকার। কৃষি বিপণন দফতর থেকে এই বিষয়ের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সমস্ত সংস্থাকে জানিয়েছে, রাজ্যের প্রান্তিক চাষিদের জন্য আলু রাখার কোল্ড স্টোরেজের অন্তত ৩০ শতাংশ জায়গা এখন থেকেই ফাঁকা রাখার ব্যবস্থা করতে হবে।
বিষয়টি দেখার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। ১ মার্চ থেকে শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত এই ব্যবস্থা চলবে বলে নির্দেশ দিয়েছে কৃষি দফতর। কোল্ড স্টোরেশে বড় চাষিদের আলু বেশি থাকায় অনেক সময়ই ক্ষুদ্র চাষিরা তাঁদের জমিতে উৎপাদিত আলু রাখার জায়গা পান না। সেক্ষেত্রে তাঁদের সমস্যার মুখে পড়তে হয়।
এই সমস্যা থেকে রক্ষা পেতে এবার চাষ পরবর্তী ব্যবস্থাপনা জোরদার করতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্যও কোল্ড স্টোরেজে জায়গা রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে তাঁরা সর্বোচ্চ ৩৫ কুইন্টাল আলু রাখতে পারবেন। ২০ মার্চের পর যদি নির্দিষ্ট জায়গার অংশ ফাঁকা থেকে যায়, তাহলে কোল্ড স্টোরেজের মালিক তা নিজস্বভাবে ব্যবহার করতে পারবেন। রাজ্যে ৪৯৬টি হিমঘর রয়েছে। সেই হিমঘরে ৮১লক্ষ আলু মজুত থাকে। এবার চালু রয়েছে ১২টি হিমঘর। তাতে সংরক্ষণ ক্ষমতা বাড়ল ১লক্ষ ৩৭হাজার টন। রাজ্যে মোট ৮২ লক্ষ ৩৭হাজার টন আলু রাখা যাবে হিমঘরে।