রাজ্যের খবর

অভিনব উদ্যোগ! বইমেলার সাথে পরিবেশ বান্ধব কর্নারের উদ্বোধন চুঁচুড়া বানী মন্দির বিদ্যালয়ে

Innovative initiative! Eco-friendly corner inaugurated along with book fair at Chunchura Bani Mandir School

Truth Of Bengal: পুজোর দিন বইমেলার পাশাপাশি স্কুল লাইব্রেরিতে পরিবেশ বান্ধব কর্নার  উদ্বোধন হল চুঁচুড়া বালিকা বানী মন্দির স্কুলে। বানী মন্দির স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় নিজে পরিবেশ নিয়ে কাজ করেন।তাই এ বিষয়ে তার উৎসাহই বেশি।

এদিন সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের লাইব্রেরীতে এনভায়রনমেন্ট কর্নার উদ্বোধন করেন পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অশেষ মজুমদার, স্কুল পরিচালন সমিতির সভাপতি গৌরীকান্ত মুখোপাধ্যায়। প্রধান শিক্ষিকা জানান, বিশ্বজিৎ বাবু আপাতত ২৩ টি পরিবেশ বিষয়ক বই দিয়েছেন। সেগুলো ছাত্রীরা পড়তে পারবে। ভবিষ্যতে আরো বই রাখা হবে কর্নারে।

বানীমন্দির স্কুলে সরস্বতী পুজোর দিন বইমেলা। সেখানে পরিবেশ সচেতনতা পরিবেশ নিয়ে লেখা বইয়ের সম্ভারই বেশি। প্রধান শিক্ষিকার কথায়, সরস্বতী পুজোর দিনই এই বইমেলা করার উদ্দেশ্য হল শুধু স্কুলের ছাত্রীরা না প্রাক্তনীরা শহরের বইপ্রেমীরা পুজোর দিন স্কুলে এসে বইমেলায় যাতে যোগদান করতে পারে। আমি পরিবেশ নিয়ে পড়াশোনা করেছি। এটা আমার প্যাশান। পরিবেশ নিয়ে ফটোগ্রাফি করি এটা একটা অন্য দিক।

তবে এটা শুধু আমার ভাবনা নয়, বর্তমান সময়ে সকলেরই ভাবনা হওয়া উচিত। এই ভাবনাটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবো। পৃথিবীর গভীরতর অসুখ হল পরিবেশ ধ্বংস করা। সেই অসুখ থেকে মুক্তি পেতে হবে। স্কুলের ছাত্রী অভিভাবকরাও খুশি এমন উদ্যোগে। সরস্বতীর কাছে বই জমা দিয়ে নয় বইমেলা থেকে কিনে বাড়ি ফিরছেন তারা।

Related Articles