রাজ্যের খবর

পটুয়া পাড়ায় পটশিল্পের অভিনব প্রচেষ্টা, আধুনিক পণ্যতে ফুটছে ঐতিহ্য

Innovative efforts in the art of papermaking in Patua Para, tradition blossoming in modern products

Truth Of Bengal: রাজীব কুমার নন্দী, পূর্ব মেদিনীপুর – পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর পটুয়াপাড়া, যেখানে ১১৫টি পটুয়া পরিবার বাস করে, সেখানে পটশিল্পের প্রতি এক অভিনব দৃষ্টিভঙ্গি ও পরিবর্তন দেখা যাচ্ছে। চিরকালীন পটশিল্পের গানের পাশাপাশি, বর্তমানে সামাজিক চাহিদা মেটাতে পটশিল্পের ব্যবহারিক প্রয়োগে মনোযোগী হয়েছেন এখানকার শিল্পীরা। তাদের উদ্দেশ্য একটাই – পটশিল্পের অস্তিত্ব রক্ষা করা এবং নতুন প্রজন্মের জন্য তা আরও জনপ্রিয় করা।

পটশিল্পীরা এখন টি শার্ট, ওড়না, পাঞ্জাবি, কুর্তি, শাড়ি, কাঠের ট্রে, মাটির ও অ্যালুমিনিয়ামের ফুলদানি, মাটির জলের বোতল, পেনদানি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপর পটশিল্প ফুটিয়ে তোলার কাজ করছেন। চন্ডিপুর পটুয়া পাড়ায় আবেদ চিত্রকর ও সায়েরা চিত্রকরসহ প্রায় ১০-১২ জন শিল্পী এখন একযোগে লক্ষ্মীর ভান্ডারে পটশিল্পকে ফুটিয়ে তোলার কাজে ব্যস্ত।

আবেদ চিত্রকর জানান, “পটশিল্পকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের আধুনিক যুগের সঙ্গে মিলিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর পটশিল্পের প্রসার ঘটানো প্রয়োজন। পটের গানের জন্য হয়তো আমরা অনেক জায়গায় ডাক পাই, কিন্তু তা দিয়ে সংসার চালানো কঠিন।”

এই নতুন উদ্যোগের ফলে চন্ডিপুর পটুয়া পাড়ায় বর্তমানে একটি আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে শিল্পীরা নিজেদের কাজের মাধ্যমে পটশিল্পের গুরুত্বকে আরও বিস্তৃত করতে সক্ষম হয়েছেন।

Related Articles