
The Truth of Bengal: হোটেলের ছাদের কার্নিশে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে নিচে পড়ে গুরুতর জখম হলেন বছর ১৭-র এক কিশোর। হোটেলের শেডে পড়ার বিকট শব্দ শুনে তড়িঘড়ি ছুটে আসেন হোটেল কর্মীরা। এরপর রক্তাক্ত অবস্থায় বুবাই মণ্ডল নামে ওই কিশোরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর।
হাসপাতাল সূত্রে খবর, ওই কিশোরের নাক ও মুখে আঘাত লেগেছে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশেও চিঁড়ে গিয়েছে তাঁর। জখম কিশোরের আঘাত কতটা গুরুতর তা জানতে চিকিৎসাধীন বুবাই-কে পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।
ঘটনার জেরে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসতে। গোটা ঘটনায় হোটেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ঘটনাটি অসাবধনাতাবশত ঘটেছে বলে দাবি করেছে হোটেল কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে এসে খতিয়ে দেখেছে গোটা ঘটনাটি। শুরু হয়েছে তদন্ত।
Free Access