ধুন্ধুমার কান্ড! ব্যাগের চেন খোলো বলতেই শিক্ষকদেরকে মার উচ্চমাধ্য়মিক পরীক্ষার্থীদের, দেখুন ভিডিও
Injured teachers beat up high school students before English exam begins! Watch video

Truth Of Bengal: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অশান্তি মালদার পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা শুরুর সময় তল্লাশীর ঘটনা ঘিরে গোলমাল। পরীক্ষার্থীদের একাংশের বিরুদ্ধে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ। এই ঘটনায় আহত অন্তত ছয় জন শিক্ষক। মালদার বৈষ্ণবনগরের চামাগ্রাম হাইস্কুলের ঘটনা।
ইংরাজি পরীক্ষা শুরুর আগে উচ্চ মাধ্য়মিক পরীক্ষার্থীদের মারে আহত শিক্ষকরা! দেখুন ভিডিও pic.twitter.com/WZ2mGRQxdL
— TOB DIGITAL (@DigitalTob) March 5, 2025
এলাকায় বৈষ্ণবনগর থানার আইসির নেতৃত্বে বাড়তি পুলিশ বাহিনী। বেদেরবাদ গ্রামীণ হাসপাতালে আহত শিক্ষক-শিক্ষিকাদের চিকিৎসা হয়। বাড়তি পুলিশ পাহারায় চলছে পরীক্ষা। এই স্কুলে কান্দিটোলা হাইমাদ্রাসা, চরসুজাপুর হাইস্কুল এবং পারলালপুর হাইস্কুলের ৪২ বেশি পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা রয়েছে। সেই স্কুল প্রাঙ্গণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পর্ষদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানিয়েছেন এই ঘটনা খুব খারাপ ঘটনা আগামীতে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে আমরা নজর রাখবো।