
The Truth of Bengal: গোটা বাংলার সব জেলার একটা বড় অংশের মানুষ ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। সেই পরিযায়ী শ্রমিকরা অনেক সময় নানা বিপদে পড়েন। মৃত্যুর ঘটনাও ঘটে। যে কোনওরকম আপৎকালীন পরিস্থিতিতে যাতে সেই পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছনো যায় তার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তাঁদের বিস্তারিত না ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। সরকারি পোর্টালে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে গোটা রাজ্যজুড়ে।
সেই কাজে গতি আনল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলাশাসক খুরশিদ আলি কাদেরি জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন কী কি সরকারি সুবিধা পাচ্ছেন সেইসব নথিভুক্ত করা হবে। পরিযায়ী শ্রমিকদের ডেটাবেস আরও পোক্ত করতে চাইছে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর, ঘাটাল, পিংলা সহ জেলার বিভিন্ন প্রান্তের বহু যুবক কাজের জন্য ভিনরাজ্যে যান।
সেই শ্রমিকদের কথা মাথায় রেখেই এমনই উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। পাশাপাশি সরকারি সহায়ক মূল্যে ধান কেনার ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ করেছে জেলা প্রশাসন। এমনটাই জানালেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি। সরকারি মূল্যে ধান কেনার ক্ষেত্রে প্রশাসন নির্ধারিত লক্ষ্যমাত্রা সঠিক সময়ের আগেই পূরণ হবে বলেও জানিয়েছেন জেলাশাসক।