অভিভাবকহীন শিশুদের জন্য উদ্যোগ, নিয়ম মেনে দত্তক দিল প্রশাসন
Initiatives for guardianless children, the administration adopted the rules

The Truth Of Bengal : ৬টি শিশুর দত্তক দিল পশ্চিম মেদিনীপুর জেলা চাইল্ড প্রটেকশন ইউনিট। দশ দিনের মাথায় একসঙ্গে আবার দত্তক দেওয়া হল ৬টি শিশু। এই প্রথম এক সঙ্গে ৬টি শিশুর দত্তক দিল পশ্চিম মেদিনীপুর জেলা চাইল্ড প্রটেকশন ইউনিট-এর অ্যাডপশন কমিটি। যারা দত্তক নিয়েছেন তাঁদের মধ্যে একজন সিঙ্গেল মাদার রয়েছেন। সমস্ত নিয়ম মেনে এই শিশুদের দত্তক দেওয়া হয়েছে।
দত্তক দেওয়া ৫টি শিশু রাজ্যের মধ্যে এবং একটি শিশু ছত্তিশগড় যাচ্ছে। ১৫ জানুয়ারি সাড়ে তিন বছরের পুত্র সন্তানকে দত্তক নিয়েছিলেন ইতালির এক দম্পতি। ২১ ফেব্রুয়ারি বেলজিয়ামের এক দম্পতি দুই শিশু কন্যাকে দত্তক নেন। শনিবার জেলা শিশু সুরক্ষা দফতরে অতিরিক্ত জেলাশাসক কেম্পা হুন্নাইয়া জানান, ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত ৫২টি শিশুকে দত্তক দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৩০টি শিশু রয়েছে সরকারি হোমে। উদ্ধার হওয়া শিশুদের হোমে রাখার পর তাদের তথ্য পোর্টালে আপলোড করা হয়। সেই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন দম্পতিরা। নিয়ম অনুযায়ী দত্তক দেওয়া হয়।
জেলা চাইল্ড প্রটেকশন ইউনিট শুধু দত্তক দিয়েই কাজ সারে না। সেই সব শিশুরা অবিভাবকদের কাছে কেমন রয়েছে তার খোঁজ খবর রাখা হয়। প্রয়োজনে অভিভাবকদের উপযুক্ত পরামর্শ দেওয়া হয়। এখনও পর্যন্ত ৬টি শিশু বিদেশে গিয়েছে। এদিন যাদের দত্তক দেওয়া হয়েছে তাদের অভিভাবকেরা জানান, শিশুদের পড়াশুনা করানো ছাড়াও তাদের উপযুক্ত করে গড়ে তোলাই লক্ষ্য। দেখভালে কোনও খামতি থাকবে না বলে জানিয়েছে তাঁরা। অবিভাবহীন শিশুদের উদ্ধার করে হোমে রেখে বড় করা হয় সরকারি উদ্যোগে। তারপর কেউ যদি সেই শিশুর দত্তক নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন, তা হলে প্রশাসন সবকিছু খতিয়ে দেখে। শিশুটি নিশ্চিন্তে বড় হতে পারবে— এমন নিশ্চয়তা পেলে সরকারি নিয়ম মেনে দত্তক দেওয়া হয়।
FREE ACCESS