রাজ্যের খবর

রাসায়নিক সারমুক্ত গ্রাম গড়ার উদ্যোগ, জৈব সার ব্যবহার বাড়াতে উৎসাহ

organic fertilizers

The Truth of Bengal: রাসায়নিক সারে উৎপাদিত ফসল কয়টা ক্ষতি করে, সেই সম্পর্কে আজ অনেকের মধ্যে ধারণা হয়ে গিয়েছে। দিকে দিকে তাই জৈব সারের ব্যাবহার বাড়ছে। কৃষির জমির উর্বরতা রক্ষা ও পুষ্টিকর ফলস উৎপাদনের লক্ষ্যে জৈব সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাসায়নিক সারের বদলে জৈব সার দিয়ে কৃষকেরা জাতে চাষাবাদ করেন, তার জন্য তাদের নানা ভাবে উৎসাহ দেওয়া হয়।

হাতের কাছে থাকা সামগ্রী দিয়ে কী ভাবে জৈব সার বানানো যায় এবং এই সারের কী কি উপকারিতা–  সেই সম্পর্কে জানাতে চাষিদের জন্য আয়োজিত হল বিশেষ কর্মশালা। জৈব গ্রাম প্রকল্পের আওতায় আনতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক কৃষি দফতরের উদ্যোগে ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়। গ্রামের ৪০ জন কৃষক উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের পাশাপাশি মনোহরপুর গ্রামকে কী ভাবে রাসায়নিক সারমুক্ত গ্রাম গড়া যায়, তার জন্য একটি সচেতনামূলক র‍্যালির আয়োজন করা হয়। এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা কৃষি দফতরের যুগ্ম নির্দেশক সঞ্জীব কুমার সরকার সহ আরও অনেকে। রাসায়নিক সারের বদলে কৃষকরা এখন নিজেদের উৎপাদিত জৈব সার ব্যবহার করে ফসল উৎপাদন করছেন। এতে জমির উর্বরতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই ফসলের গুণগত মানও বৃদ্ধি পেয়েছে। তাই এখন চাষিদের মধ্যে জৈব সার ব্যবহারের প্রবণতা বাড়ছে।

Related Articles