রাজ্যের খবর

হাওড়া থেকে যাত্রা শুরু সপ্তম বন্দে ভারতের

India's seventh vande starts from Howrah

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : ১৫ সেপ্টেম্বর রবিবার হাওড়া-রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা হলো। পুজোর আগে এটা সুখবর বাংলার মানুষের কাছে। রবিবার সকালে হাওড়া স্টেশনের যাত্রারম্ভ হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে এদিন হাওড়া স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন রেলের পদস্থ আধিকারিকরা।

বাজেট অধিবেশনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টার সিটি বন্দে ভারত পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়ে জানাল ভারতীয় রেল ৷ একটি বিবৃতিতে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে দ্রুত যাতায়াতের জন্য এবং যাত্রীদের সুবিধার জন্য রেল সবসময় তৎপর রয়েছে ৷ তাই বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ট্রেন পরিষেবার দেওয়ার মাধ্যমে যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও উন্নত মানের করার জন্য ভারতীয় রেল পদ্ধপরিকর ৷ আর এই সুবিধাকে আরও বাড়াতে চালু হতে চলেছে ইন্টার স্টেট বন্দে ভারত পরিষেবা।

চলতি সপ্তাহ থেকে আগামী সপ্তাহের মধ্যে হাওড়া আরও দুই জোড়া বন্দেভারত এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে ৷ যার মধ্যে রয়েছে 22303 হাওড়া-গয়া বন্দে ভারত ও 22304 গয়া-হাওড়া বন্দে ভারত ৷ এই তিনটি ছাড়াও দেওঘর থেকে বারাণসী বন্দে ভারত একই সঙ্গে চালু হবে। রাজ্যে প্রথম বন্দে ভারত চালু হয়েছিল হাওড়া থেকে। সেটি হল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এরপর হাওড়া-পুরী এবং এনজিপি-গুয়াহাটি বন্দে ভারত চালু হয়। ট্রেনগুলি চালিয়ে অভূতপূর্ব সাড়া মিলেছে বলে রেল কর্তৃপক্ষের দাবি।তাই এ বার আরও বেশ কয়েকটি নতুন পথে বন্দে ভারত চালানোর এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

হাওড়া-রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসটি হাওড়া থেকে ছাড়বে সকাল ছ’টার সময়। রৌরকেল্লা পৌঁছবে বেলা ১১.৫০ মিনিটে। সেখান থেকে দুপুর ১.৪০ মিনিটে ছেড়ে হাওড়া আসবে সন্ধ্যে ৭.৪০ মিনিটে। মাঝে মাত্র তিনটি স্টেশনে থামবে। মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ছ’দিনই চলবে ট্রেনটি।

Related Articles