বাংলাদেশে আটক করা হল ভারতীয় ট্রলার,উদ্বিগ্ন সুন্দরবনের ৩১ মৎস্যজীবীর পরিবার
Indian trawler was detained in Bangladesh

Truth of Bengal: বাংলাদেশে আটক করা হয়েছে ভারতের ২টি ট্রলার। ট্রলারের যাত্রী রয়েছেন ৩১জন মৎস্যজীনী। ভিনদেশে আটকে থাকায় তাঁদের পরিবার চরম উত্কন্ঠায় রয়েছে। গত ১২অক্টোবর এফবি মা বাসন্তী ও এফ বি জয় জগন্নাথ নামে ২টি ট্রলার মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দেয়। বাংলাদেশের জলসীমা অতিক্রম করার অভিযোগে ২টি ট্রলারকে আটক করা হয়েছে। ভারতের ২টি ট্রলার আটক করল বাংলাদেশের নৌ বাহিনী। গত ১২ অক্টোবর এফ বি মা বাসন্তী ও এফ বি জগন্নাথ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
মাছ ধরার জন্য দুটি ট্রলার সমুদ্রে পাড়ি দেয়। ১৪অক্টোবর ট্রলারদুটিকে আটক করা হয়। বাংলাদেশের জল সীমা অতিক্রম করায় ট্রলার ২টিকে আটক করা হয়। জানা গেছে,প্রথমে আটক করা ট্রলারদুটিকে পটুয়াখালি মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বাংলাদেশের কলাপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, সকালে খবর পেয়েছি ভারতীয় দুটি ট্রলারকে বাংলাদেশের নৌবাহিনী আটক করেছে।
ওই ট্রলারে ৩১ জন মৎস্যজীবী রয়েছেন। সবাই কাকদ্বীপ এলাকার বাসিন্দা।”এই ঘটনা জানার পর মৎস্যজীবীদের সংগঠন পাশে দাঁড়িয়েছে। এপার বাংলা থেকে ওপার বাংলায় ভুলবশতঃ চলে যাওয়ার জন্য যে এভাবে মাসুল দিতে হবে তা বুঝতে পারেননি মৎস্যজীবীরা। বাংলাদেশে মত্স্যজীবীদের আটক হওয়ার ঘটনায় উদ্বিগ্ন তাঁদের পরিবার। কবে এবং কিভাবে তাঁদের ফিরিয়ে আনা হবে তা জানার জন্য মুখিয়ে তাঁরা।
এই নিয়ে উত্কন্ঠায় মৎস্যজীবীদের পরিজনরা। বাংলাদেশে নতুন সরকার আসার পর সেদেশে অস্থিরতা দানা বেঁধেছে। প্রায়শই ভারতীয়দের আটক করার অভিযোগ উঠেছে। এরমাঝে আবার নতুন করে সুন্দরবনের ৩১জন মৎস্যজীবীর ওপার বাংলায় আটকে পড়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে সবমহলের কাছেই। প্রশাসনিক স্তরে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার তত্পরতাও জারি আছে।