রাজ্যের খবর

ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে চলছে নিয়োগ, জানুন আবেদনের নিয়ম

Indian Statistical Institute is recruiting, know the application rules

Truth Of Bengal: দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হল ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট। চাকরিপ্রার্থীদের সামনে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা ও চাকরির সুযোগ আছে। ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। স্ট্যাটিসটিক্যাল সায়েন্স ডিভিশনে নিয়োগ করা হবে। অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। ৩১ জানুয়ারির মধ্যে ইমেইল আইডি মারফত অনলাইনে আবেদন করতে হবে।

এই ইমেইল আইডিতে ([email protected]) আবেদনপত্র, কভার লেটার, সিভি, রিসার্চ স্টেটমেন্ট, টিচিং স্টেটমেন্ট, ঠিকানা, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র ও চাকরির প্রমাণপত্রের প্রতিলিপি সেলফ অ্যাটেসটেড করে দিতে হবে। এছাড়াও ২টি রেফারেন্স লেটার আর প্রয়োজনীয় নথিপত্রও পাঠাতে হবে। আবেদনপত্র দেখে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। তারপর তাঁদের প্রেজেন্টেশন ও সিলেক্টরদের সামনাসামনি বসতে হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, স্ট্যাটিসটিক্স, বায়োস্ট্যাটিসটিক্স, ক্রিপ্টোলজি, অর্থনীতি বা সমতুল্য বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। আইএসআই ছাড়া অন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ২ বছরের মধ্যে পিএইচডি শেষ করেছেন এরকম চাকরিপ্রার্থীদের সুযোগ দেওয়া হবে। ফেলোশিপ বাবদ মাসে অভিজ্ঞতার ভিত্তিতে ৫৮-৬৭ হাজার টাকা করে স্টাইপেন্ড মিলবে। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। তারপর কাজের দক্ষতা ও তহবিলের টাকা অনুযায়ী ফেলোশিপের মেয়াদ বাড়ানো হবে। ৩১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

Related Articles