অনলাইনে হেলিকপ্টার বুকিং এর নামে প্রতারণা, ১১ হাজার টাকা খোয়ালেন নিউটাউনের বাসিন্দা
In the name of online helicopter booking fraud, the resident of Newtown lost Tk 11 thousand

The Truth Of Bengal: অনলাইনে হেলিকপ্টার বুকিং এর নামে প্রতারণা। কেদারনাথ হেলিকপ্টারে ঘুরবে বলে ওয়েবসাইটে পাওয়া নম্বরে যোগাযোগ করা হলে বুকিং এর নাম করে প্রায় ১১ হাজার টাকা খোয়ালেন নিউটাউনের এক বাসিন্দা। বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর নিউটাউনের বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়াল বিধান নগর সাইবার ক্রাইম থানায় ২৮/১০/২৩ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বাইশ তারিখ একটি ওয়েবসাইট থেকে নম্বর পান যেখানে ফোন করে জানান যে তিনি কেদারনাথ এ হেলিকোপটারে করে ঘুরতে চান এবং আপ ও ডাউন টিকিট বুক করতে চান।
সেই মত অভিযুক্ত ব্যক্তি তাকে ১১ হাজার টাকা দিতে বলেন তার একাউন্টে। সেই টাকা দিলে তাকে একটি ফেক রিসিট দেন। অভিযোগকারি পুনরায় সিদ্ধার্থকে ফোন করে আবার বুক করার কথা বলেন এবং আগের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান। কিন্তু সেই টাকা আর ফেরত দেওয়া হয়নি। তখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এর পরেই তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। সেই অভিযোগ এর ভিত্তিতে নবনীত যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
Free Access