রাজনীতিরাজ্যের খবর
Trending

রাজনীতির আঙিনায় অঙ্কিতা অধিকারী, দলের থেকে গুরুদায়িত্ব পেলেন প্রাক্তন মন্ত্রীকন্যা

In the arena of politics, Ankita Adhikari, the former minister's daughter received important responsibility from the party

The Truth Of Bengal,কোচবিহার: আদালতের নির্দেশে চাকরি খোয়াতে হয়েছিল প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে। এই বিষয়টি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার সেই অঙ্কিতাকেই দেখা যাবে রাজনীতির আঙিনায়। অঙ্কিতাকে কোচবিহার জেলার সম্পাদকের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। তা নিয়েই এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে।লোকসভা নির্বাচনে মেখলিগঞ্জে ভাল ফল করেছে তৃণমূল। এর পিছনে একটা বড় অবদান ছিল প্রাক্তনমন্ত্রী পরেশ অধিকারীর। তাতেই খুশি দলের জেলা নেতৃত্ব।

সে কারণেই অঙ্কিতাকে এবার গুরু দায়িত্ব দেওয়া হল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। শুক্রবার জেলা সম্পাদকের পদে পরেশ কন্যা অঙ্কিতার নাম ঘোষণা করেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। অভিজিৎ বাবুর বক্তব্য, “অঙ্কিতা শেষ নির্বাচনে পরেশ অধিকারীর সঙ্গে একযোগে দলের জন্য কাজ করেছেন। দল ভাল জায়গায় পৌঁছেছে। তাই ভাল ফলের কারণে তাঁকে নতুন পদে আনা হয়েছে।”

এই প্রসঙ্গে অঙ্কিতা অধিকারী জানান, জেলা সম্পাদকের দায়িত্ব পেয়ে তিনি খুশি। দলের জেলা সভাপতি তাঁকে এই দায়িত্ব দিয়েছেন। তিনি সেই দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করবেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগ এখনও চলছে চাপানউতোর। এখনও জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবুর তৎকালীন ডেপুটিও মন্ত্রী পদ হারিয়েছেন। চাকরি হারিয়েছেন পরেশের মেয়ে অঙ্কিতাও। এবার একেবারে নতুন পদ পেয়ে রাজনীতি করবে পরেশ কন্যা।