সন্দেশখালিতে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী, অভিযুক্ত বিজেপি
In Sandeshkhali, Trinamool's alternate member Swamy accused of cooperation

The Truth Of Bengal: সন্দেশখালিতে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী। তাঁকে ব্যাপক মারধর করা হয়। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। আক্রান্ত তৃণমূল কর্মী বসিরহাট লোকসভার সন্দেশখালির খুলনা অঞ্চলে ১৭৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মনিকা মণ্ডলের স্বামী। তাঁর নাম রামকৃষ্ণ মণ্ডল। অভিযোগ মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। শাসক দল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
অন্যদিকে, বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের ভবানীপুরে ৬৬ নম্বর বুথে আক্রান্ত হন তৃণমূল কর্মী। বিজেপি কর্মী-সমর্থকরা ওই তৃণমূল কর্মীকে মারধর করেন বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ।
শেষ পর্বের ভোটে সকাল থেকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা ঘটতে থাকে। যা নিয়ে উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপির মধ্যে বেশি অশান্তির ঘটনা ঘটে। দুই পক্ষে একে ওপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। সন্দেশখালি নিয়ে কমিশন বাড়তি তৎপর ছিল। সেখানে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়। অশান্তি রোখার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হলে আটকানো গেল না ঝামেলা।