রাজ্যের খবর

পূর্ব মেদিনীপুর ব্রিজের একাংশ ভেঙে বন্ধ ফেরি চলাচল

In East Midnapore, a vessel and part of a pulton sank, and the ferry movement was disrupted

The Truth Of Bengal: সৈকত মাইতি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার বোগা-রসলপুর ফেরিঘাটে বেঁধে রাখা ভেসেল ও ব্রিজের একাংশ ডুবে বিপত্তি। ফেরিঘাটের অচল অবস্থা। স্থগিত ফেরি চলাচল।

শনিবার রাতের ঝড়-বৃষ্টিতে ব্রিজের জল ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় পুলটন থেকে পাম্প চালিয়ে জল বের করা সম্ভব হয়নি। ফলে পুলটনের ফুটো দিয়ে জল ঢুকে ব্রিজের একাংশ জলে ডুবে যায়। ফেরিঘাটের ব্রিজের সঙ্গে বেঁধে রাখা ভ্যাসেলটিতে টান পড়ে। ফলে ভেসলে টান পড়লে জল ঢুকে ভেসলের একাংশও জলে ডুবে যায়। ফেরিঘাটের গ্যাংওয়ে, পল্টুন সহ একাধিক সমস্যা মাথায় রেখে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে কার্যতই বোগা-রসলপুর ফেরিঘাটের গ্যাংওয়ে পুলটন সহ ফেরিঘাটের অচল অবস্থা তৈরি হয়। যদিও ইতিমধ্যে গ্যাংওয়ে পল্টুন মেরামত ও নতুন করে তৈরীর টেন্ডার হয়ে গেলেও তার আগে পুলটনের একাংশ ডুবে গিয়ে বিপত্তি।

FREE ACCESS

Related Articles