রাজ্যের খবর
পূর্ব বর্ধমানে মহিলাদের স্বাবলম্বী করতে শুরু স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ
In East Burdwan, self-reliance group training has been started to make women self-reliant

The Truth Of Bengal: মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানে প্রাণী পালনের মাধ্যমে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী। মহিলাদের স্বাবলম্বী করতে পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পাটুলির প্রাণিসম্পদ দপ্তরে প্রাণী পালন বিষয়ক এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
স্থানীয় এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি করে স্ত্রী ছাগল, এবং মুরগির বাচ্চা তুলে দেয়া হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে। পাশাপাশি ছাগল এবং মুরগির ছানাদের স্বাস্থ্যসম্মত পরিচর্যা করতে তাদেরকে ওষুধও প্রদান করা হয়।
মূলত স্থানীয় এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বাবলম্বী করাই মূল লক্ষ, এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের পূর্বস্থলী দু’নম্বর ব্লকের আধিকারিক দেবব্রত তোলা সহ স্থানীয় এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
FREE ACCESS