রাজ্যের খবর

উন্নয়নে ‘কোপ’ নয় গাছে, প্রতিস্থাপন ৬টি পূর্ণবয়স্ক বটগাছকে

In development, the 'coop' is nine trees, replacing 6 mature banyan trees

The Truth of Bengal: পরিবেশ রক্ষায় পথ দেখাল পুরাতন মালদা৷ পাঁচটি পূর্ণবয়স্ক বটগাছ প্রতিস্থাপন করার কাজ শুরু হয়েছে৷ উন্নয়নের জন্য গাছগুলি কাটার প্রয়োজন হয়ে পড়েছিল। তবে গাছগুলি না কেটে অন্য জায়গায় বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এখন সেই বট গাছগুলি অন্য জায়গায় বসানোর কাজ চলছে। উত্তরবঙ্গে প্রথম। পরিবেশ রক্ষায় উত্তরবঙ্গকে পথ দেখাল পুরাতন মালদা৷ পাঁচটি পূর্ণবয়স্ক বটগাছ প্রতিস্থাপন করার কাজ শুরু হয়েছে৷ উন্নয়নের জন্য গাছগুলি কাটার প্রয়োজন হয়ে পড়েছিল। তবে গাছগুলি না কেটে অন্য জায়গায় বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এখন সেই বট গাছগুলি অন্য জায়গায় বসানোর কাজ চলছে। এর আগে এমন কাজ উত্তরবঙ্গের কোথাও হয়নি এমন প্রতিস্থাপন৷ রাজ্যের কোথাও এত পুরনো বটগাছ প্রতিস্থাপন করা হয়েছে কিনা তা নিয়েও সংশয় আছে৷

কয়েক মাস ধরে পুরাতন মালদার বুলবুলচণ্ডী মোড় থেকে নারায়ণপুর রেলগেট পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্প চলছে৷ এই প্রকল্পের আওতায় চলে এসেছিল বেশ কিছু ছোট-বড় গাছ৷ তার মধ্যে পাঁচটি পূর্ণবয়স্ক বটগাছও ছিল৷ প্রথমে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় রাস্তার কাজের জন্য গাছগুলি কেটে ফেলা হবে৷ তবে বেশ কিছু পরিবেশপ্রেমী সংস্থা সে কথা জানতে পেরে আসরে নামে। প্রতিবাদ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখাও৷ প্রতিটি সংগঠন প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে৷ তারা একাধিকবার পূর্ত দফতর সহ জেলা প্রশাসনের প্রতিটি মহলে গাছগুলি বাঁচিয়ে রাখার আবেদন জানায়৷ তাদের জেদে পিছিয়ে আসতে বাধ্য হয় প্রশাসন৷

সড়ক সম্প্রসারণ প্রকল্পের রুট ম্যাপ খানিকটা বদলে ৬টি গাছকে বাঁচানো হয়৷ বাকি পাঁচটি প্রাচীন বটগাছকে বাঁচাতে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সেইমতো শুরু হয় কাজ৷ এখনও পর্যন্ত দুটি গাছ প্রতিস্থাপন করা গিয়েছে৷ দ্রুত বাকি তিনটি গাছকেও প্রতিস্থাপন করা হবে৷ জাতীয় সড়কের বাইপাসের ধারে পূর্ত দফতরের জমিতে গাছগুলি প্রতিস্থাপন করা হচ্ছে৷ জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে মালদা জেলাবাসী। সবার বক্তব্য, সদিচ্ছা থাকলে সব সম্ভব। সবার মিলিত প্রচেষ্টায় তা দেখা গেল মালদায়।

Related Articles