রাজ্যের খবর

কোচবিহারে বিজেপি দানব-দস্যুকে প্রার্থী করেছে, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

In Cooch Behar, BJP has fielded a demon-bandit, Mamata Banerjee's sarcasm

The Truth of bengal: উত্তরবঙ্গে দিল্লির নেতাদের আনাগোনা বেড়ে গেছে।ভোটপ্রচারে বারবার আসছেন মোদি-শাহরা।বুধবার বালুরঘাটে সভা করেন অমিত শাহ। সভায় বাংলার চুরি-দুর্নীতি নিয়ে সোচ্চার হন তিনি। সভা থেকে বাংলার নেতাদের উল্টো করে মারার হুঙ্কার দেন শাহ। বাংলায় অনুপ্রবেশ নিয়েও একের পর এক অভিযোগ করেন। কয়েকদিন আগে নরেন্দ্র মোদিও ভোটের পর জেলে ভরার হুঁশিয়ারি দেন। রাজ্যের তৃণমূল নেতাদের ব্যাপারে মোদি –শাহরা চড়া সুরে কথা বললেও কেন বিজেপির ঘুষ,দুর্নীতি,বেআইনি কাজ নিয়ে নরম সুর দেখান তা নিয়ে এবার কোচবিহারের দিনহাটার সভা থেকে বড়সড় প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।নীশিথের প্ররোচনায় পা না দিয়ে তৃণমূল নেতা উদয়ন গুহকে  ঠান্ডা মাথায় নির্বাচন  করার পরামর্শও দেন তিনি। তৃণমূল প্রার্থী  জগদীশ বর্মা বাসুনিয়াকে একজন নিপাট ভদ্র লোক বলে উল্লেখ করে নীশিথকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি প্রার্থী দিয়েছে কাকে? দানব দস্যু

বিএসএফ, চোরা কারবারিদের সঙ্গে সম্পর্ক রাখে

বোমাবাজি করেন,শীতলকুচিতে মানুষ হত্যা করে

পাচারকারীদের সঙ্গে কোটি কোটি টাকার ডিল করেন

অথচ  অভিযোগ নেই,তিনি কোচি হোম মিনিস্টার

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বলছেন, উল্টো করে মারব

একথা কী একজন  স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোভা পায় ?

নরেন্দ্র মোদি আত্মপ্রচার করতে ভালোবাসেন

কোভিডের ভ্যাকসিনেও ছবি লাগাচ্ছেন

উনি ভালো অভিনয় করতে পারেন সিনেমায় নাম উচিত

দ্বিচারিতার নীতি থেকে প্রচার সর্বস্ব  রাজনীতি নিয়ে  মোদি-শাহদের চড়া সুরে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি-শাহরা ৪০০-র হুঙ্কার দিচ্ছেন,বিজেপি বিরোধী শিবিরের নেত্রীর তোপ,আগে ২০০পায় কিনা দেখুক বিজেপি।মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন,জয়ের ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন,তাহলে কেন সিবিআই,ইডি,এনআইএকে প্রয়োজন পড়ছে?বাংলার মানুষের কাজ করতে গিয়ে ক্ষতি হলে তা গর্বের বলেও মন্তব্য করেন তিনি। বিজেপিকে ৪২০-র সরকার বলেও তীব্র ভাষায় বেঁধেন তিনি।এবার বিজেপিকে বোল্ড আউট করাই হবে তাঁর লক্ষ্য ।দিল্লিতে বদলের সুরও চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর সাফকথা এবার বিজেপিকে আর ছাড়ব না।

Related Articles