রাজ্যের খবর

বেআইনি বালি পাচার: কাঁকসায় ৩টি ট্রাক্টর আটক

Illegal sand smuggling

The Truth of Bengal: বেআইনিভাবে বালি বোঝাই করে পাচারের অভিযোগে আজ সকাল ১১টা নাগাদ কাঁকসায় ৩টি ট্রাক্টর আটক করেছে মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দফতর ও কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।

পানাগড় বাইপাশ সংলগ্ন এলাকা থেকে ট্রাক্টর গুলিতে আটকে বৈধ কাগজ দেখতে চাইলে ট্রাক্টরের চালকরা বৈধ কাগজ দেখাতে না পারায় ট্রাক্টর গুলিকে আটক করে কাঁকসা থানার পুলিশের অধীনে সেফ কাস্টডিতে রাখা হয়।

ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে, ট্রাক্টরের মালিকদের বিরুদ্ধে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে মোটা অংকের জরিমানা করার পাশাপাশি বেআইনিভাবে বালি পাচার রুখতে আগামী দিনেও কাঁকসার বিভিন্ন প্রান্তে লাগাতার অভিযান চালানো হবে।

Related Articles