“NIA-র এসপির সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির বৈঠকের ফুটেজ থাকলে প্রকাশ করুন” : হুংকার শুভেন্দুর
"If there is footage of Jitendra Tiwari's meeting with SP of NIA, release it" : Hunkar Subvendur

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির এক বিশেষ কর্মী বৈঠকে উপস্থিত হয়ে, সাংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “কিছুক্ষণ আগে ঘাটালে আলারের দুলাল, পিসিমনির ভাইপো এসে এসেছিলেন! অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন, জিতেন্দ্র তো বাড়ির সাথে নাকি NIA-র এসপির সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির বৈঠক হয়েছে, তা ভিডিও থাকলে প্রকাশ করুন না ভাইপো।”
পাশাপাশি শুভেন্দু দাবি করেন, “রেজিস্টারে যেই নাম লেখা দেখা গেছে সেটি জিতেন্দ্র তেওয়ারির নয়। জিতেন্দ্র তেওয়ারি আমাদের দলের কর্মী, তার হাতের লেখা আমরা চিনি। এই রেজিস্টারটি তৃণমূলের নিজেদের বানানো হলেও হতে পারে। যদি মডেল কোড অফ কন্টাক চালু হওয়ার পর জিতেন্দ্র তেওয়ারি NIA-র এসপির সঙ্গে বৈঠক করে থাকে তার সিসিটিভির ফুটেজ প্রকাশ করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এম.সি.সি লাগু হওয়ার আগে কি হয়েছে তা আমি বলতে পারবো না।”
এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে বলেন, “অপসারিত ডি.জি বর্তমান মুখ্য সচিব এবং অনেক পুলিশ আধিকারিক এর সাথে হাটবারে তিনি কামাষ্টিকের অফিসে যেই মিটিং করেন, তারও সিসিটিভির ফুটেজ ভিডিও সবার কাছে আছে।” পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।