কলকাতারাজ্যের খবর

রাজনৈতিক ও প্রশাসনিক কোনো অভিযোগ থাকলে জমা দিতে হবে শীঘ্রই, পরাজিত প্রার্থীদের বার্তা অভিষেকের

If there is any political or administrative complaint, it must be submitted soon, the candidate will be defeated

The Truth Of Bengal : একুশের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন তিনি বেশ কিছুদিন রাজনীতির অঙ্গন থেকে দূরে ছিলেন। দূরে থেকে আদতে তিনি সমস্ত কিছুর ওপর খেয়াল রেখেছিলেন। কার কি ভূমিকা তা পর্যালোচনা করেছি। যেখানে যা অভিযোগ আছে এবার তা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষনার চার দিনের মাথায় শুরু হল পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া। তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে একটি মেসেজ পৌঁছেছে দলের সাংসদ, বিধায়ক এবং লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন এমন প্রার্থীদের কাছে। সেখানে বলা হয়েছে যার যা অভিযোগ আছে এই অফিসে জমা দিতে। রাজনৈতিক ও প্রশাসনিক যে অভিযোগ থাকুক না কেন তা লেটারহেড প্যাডে লিখে অভিযোগ জানাতে হবে তিন চার দিনের মধ্যে। সেই অভিযোগ খতিয়ে দেখা হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। অভিযোগে সর্বত্তা থাকলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে, নির্বাচনের ফলাফল বিশ্লেষণ শুরু করেছে তৃণমূল। বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে অসন্তুষ্ট দলের শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের ফলাফল তৃণমূল নেতৃত্বকে হতাশ করেছে। এমন ফলাফল কেন হল তার বিশ্লেষণ করছে। সেক্ষেত্রে দলীয় কোন অন্তর্দ্বন্দ্ব দায়ী কিনা তাও খতিয়ে দেখছে নেতৃত্ব। প্রশাসনিক কোনো কারণেই ফলাফল কিনা তাও উড়িয়ে দিচ্ছে না। সেই কারণেই অভিযোগ জানাতে বলা হয়েছে বিধায়ক সাংসদ ও দলীয় প্রার্থীদের। প্রশাসনিক এবং দলীয় যেকোনো অভিযোগ থাকলেই তা লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। শেষ পর্যন্ত কত অভিযোগ জমা পড়ে এবং তা নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে তৃণমূল নেতৃত্ব এখন সেটাই দেখার।

Related Articles