রাজ্যের খবর

নিয়োগে বাধা দিলে আলিমুদ্দিনকে দেখে নেব, বিকাশকে  হুঁশিয়ারি চাকরি প্রার্থীর

THE TRUTH OF BENGAL :  রাজ্য সরকার যখন নিয়োগ করে বেকার যুবক-যুবতীদের চাকরি দিতে চাইছে,তখন সিপিএম-বিজেপি বাধা দিচ্ছে।এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিশেষ করে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের ভূমিকার তিনি তীব্র সমালোচনা করেন।মুখ্যমন্ত্রীর মতোই এবার চাকরিপ্রার্থীরাও একই অভিযোগে সরব। আপার প্রাইমারির চাকরি প্রার্থী অর্ঘ্য চৌধুরী অভিযোগ করেছেন,আসলে নিজের আখের গুছোতে বিকাশ রঞ্জন এই নিম্নমাণের খেলা খেলছেন।ফেসবুকের আপার প্রাইমারি টেট-এর পিওর সায়েন্স গ্রুপে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি তুলোধনা করেছেন।যদিও সেই ভিডিয়োর সত্যতা ট্রুথ অফ বেঙ্গল  যাচাই করেনি।এছাড়াও নানা পোস্টে তিনি বিকাশরঞ্জনকে বিঁধেছেন।

কী অভিযোগ অর্ঘ্য চৌধুরীর ?

অর্ঘ্য চৌধুরীর অভিযোগ,আপার প্রাইমারিতে গত ১০বছরে কোনও নিয়োগ হচ্ছে না।এই নিয়ে মামলা করছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য । নানা অজুহাতে মামলা করা হচ্ছে। তাই যিনি মুখে গরিব যুবকদের দিনবদলের স্বপ্ন দেখান তিনি কিভাবে যুবকদের প্রাপ্য চাকরি আটকে দিচ্ছেন,তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি খেটে খাওয়া মানুষের কথা প্রচার করা এই সিপিএম নেতা কিভাবে বিদেশে ঘুরতে চলে যান মামলার দিনে তা নিয়েও জানতে চান অর্ঘ্য চৌধুরী। যদি সত্যিই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের  সদিচ্ছা থাকত তাহলে অহেতুক মামলায় বিলম্ব ঘটাতেন না বলেও মন্তব্য করেছেন এই আপার প্রাইমারির চাকরি প্রার্থী।

অর্ঘ্য বলছেন নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বিচারপতির  নির্দেশে যখন বেশ কয়েকটি ধাপ তারা পেরিয়েছেন,  নিয়োগের শুনানি  চলছে তখনই তারা জানতে পারলেন সব OMR শিট ভুয়ো বলে অজুহাত দিয়ে গোটা প্যানেলটা  বাতিলের অপচেষ্টায় রয়েছেন বিকাশ।