জলকষ্টে ভুগছে সোনামুখী গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস কেন্দ্র
ICDS No. 113, Gobadanga, Purba Navasan Gram Panchayat, Sonamukhi Block

Truth of Bengal: একমাস আগে নষ্ট হয়েছে সোনামুখী ব্লকের পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের গোবডাঙ্গা ১১৩ নম্বর আইসিডিএস কেন্দ্রের একমাত্র জলের কল। পঞ্চায়েতে জানিও হয়নি সুরাহা। মাঝেমধ্যেই বন্ধ হয়ে যায় রান্নার কাজ। চরম সমস্যায় আইসিডিএস কেন্দ্রের দিদিমনি ও বাচ্চারা।
সোনামুখী ব্লকের পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের গোবডাঙ্গা ১১৩ নম্বর আইসিডিএস কেন্দ্র। এখানে পানীয় জল খাওয়ার জন্য রয়েছে একটি সিলিন্ডার কল। একমাস ধরে এই কল নষ্ট হয়ে পড়ে রয়েছে। তাই আইসিডিএস কেন্দ্রে রান্না করতে গেলে রাধুনীদের জলের ব্যবস্থা করতে হয় গ্রামের এর ওর বাড়ি থেকে। কাছে পিঠে নেই জলের ব্যবস্থা। চরম সমস্যায় আইসিডিএস কেন্দ্রের দিদিমণি থেকে বাচ্চা এবং বাচ্চার মায়েদের।
একেই গ্রীষ্মকাল তার ওপর জল নেই। অভিভাবকদের অভিযোগ ছোট ছোট বাচ্চাদের খাবার খেতে গিয়ে গলায় লেগে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। মাঝেমধ্যেই বন্ধ হয়ে যায় আইসিডিএস এর রান্নার কাজ। এভাবে চলতে থাকলে আগামী দিনে বাচ্চাদের আইসিডিএসে না পাঠানোর হুঁশিয়ারি অভিভাবকদের। অভিভাবকরা জানাচ্ছে দিদিমণিকে বলেও এই সমস্যার সমাধান হয়নি।
আইসিডিএস কেন্দ্রের দিদিমনির দাবি, তিনি স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এখনো জলের কল ঠিক হয়নি তাই সমস্যায় পড়তে হয় তাদেরও।
স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান তিনিও দায়িত্ব করে প্রধানকে বিষয়টি বলেছেন। তারপরেও প্রধান গুরুত্ব দেয়নি। তিনি আরো জানান বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত তাই কোন কাজ হয় না। যেহেতু ওই পঞ্চায়েত সদস্য তৃণমূলের তাই এলাকাকে বঞ্চিত রেখেছে প্রধান।
পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েত প্রধান বন্দনা ঘোষের দাবি, দুদিন আগে আমরা বিষয়টা জানতে পেরেছি, ইতিমধ্যেই মিস্ত্রিকে বলা হয়েছে আজকের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে।