হাওড়ায় গুলিবিদ্ধ হুগলীর আইসি, ঘটনাস্থলে মহিলার উপস্থিতি ঘিরে রহস্য
IC shot dead in Howrah, mystery surrounds woman's presence at the scene

Truth Of Bengal: হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে বুধবার রাত ১১টা নাগাদ গুলিবিদ্ধ হন এক পুলিশ অফিসার। জানা গেছে আহত অফিসারের নাম জয়ন্ত, যিনি হুগলী জেলার চণ্ডীতলা থানায় কর্মরত ছিলেন। তার হাতে গুলি লাগে, এবং তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় হয়।
ঘটনার পর পরই ব্যান্টরা ও শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করে পুলিশ, এবং একটি সন্দেহজনক গাড়ি আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় পুলিশ অফিসারের সঙ্গে একটি মহিলা ছিলেন। জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে পুলিশ অফিসারের বাতানুবাদ চলছিল, ঠিক সেই সময় গুলিবিদ্ধ হন ওই অফিসার।
হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত চালাচ্ছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে , ওই মহিলার সঙ্গে কোনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।