‘জীবন দেব, রেলগেট আটকাতে দেব না’ : আজব হুঁশিয়ারি
'I will give my life, I will not let you block the rail gate': Strange warning

Truth Of Bengal: নদীয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর হল্ট স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনের দুইপারেই রয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল, থানা।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, স্থায়ী রেলগেট তৈরি করার। ঊর্ধ্বতম রেল কর্তৃপক্ষ এই ব্যাপারে আজ পর্যন্ত কিছু না করায় মাঝে মাঝেই এখানে দুর্ঘটনা ঘটতো।
অবশেষে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় দুর্ঘটনা এড়াতে বাসের অস্থায়ী রেলগেট বানিয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার। দীর্ঘদিন ধরে এইভাবেই চলছিল রেল গেটের কাজ।
শুক্রবার রেললাইনের ওপর দিয়ে যাতায়াতের যে রাস্তা রয়েছে সেই রাস্তা বন্ধ করতে আসলে স্থানীয় বাসিন্দারা এই রাস্তা বন্ধ করতে বাধা দেন। তাদের দাবি, এই রাস্তা বন্ধ হলে স্কুল, কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন যান চলাচল স্তব্ধ হয়ে যাবে। কারণ, স্থানীয় বাসিন্দাদের যদি এপার থেকে ওপার যেতে হয় যেটা এক সেকেন্ড সময় লাগে সেটা অন্তত ১০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হবে।
গ্রামবাসীদের দাবি, স্থায়ী রেলগেট তৈরি হলে তাদের কোন আপত্তি নেই। কিন্তু রাস্তা বন্ধ করতে তারা দেবেন না। এরই প্রতিবাদে দফায় দফায় রেলপথ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা।