নবান্ন অভিযানে ধৃতদের ছাড়াতে আইনি এবং আর্থিক সাহায্য দেব : শুভেন্দু অধিকারী
I will give legal and financial help to release those arrested in Navanna campaign: Subhendu Adhikari

Truth Of Bengal : আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ এর পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেখানে বেলা যত গড়াতে থাকে ততই অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। সেই ঘটনার সামাল দিতে কিছুটা বেগ পেতে হয় পুলিশকে। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। ব্যারিকেট ভেঙে এগিয়ে যেতে থাকেন প্রতিবাদীরা। কার্যত নবান্ন অভিযান ঘিরে এখন রণক্ষেত্র পরিস্থিতি। আজকের এই কর্মসূচিতে বিজেপির নেতৃত্বরা আগেই জানিয়েছিলেন তারা বাইরে থেকে সমর্থন করবেন। এবার একেবারে আইনি সাহায্যের কথাও জানালেন তিনি।
এমতাবস্থায় যে ৪ জন ছাত্র সমাজের নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ইতিমধ্যেই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছাড়ানোর জন্য সমস্ত ব্যবস্থা তিনি করবেন। যদি কোন আইনি পদক্ষেপ নিতে হয় তাহলে তাও তিনি নেবেন। শুধু তাই নয়, তাদের ছাড়ানোর জন্য যদি অর্থ খরচ করতে হয় তাহলে তিনি তা করতে প্রস্তুত।
এদিন শুভেন্দু বলেন, ‘‘অন্তত ১০০ জনকে গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তাঁদের আমি ছাড়াব। যা যা আইনি ব্যবস্থা দরকার, তার জন্য যা খরচ হবে সবটাই আমরা বহন করব”।
এছাড়াও তিনি বলেন, “মামলা হবে মমতা-পুলিশের বিরুদ্ধে। বিশেষ করে বিনীত গোয়েল (কলকাতা পুলিশ কমিশনার) আর রাজীব কুমার (রাজ্যপুলিশের ডিজি) এবং প্রবীণ ত্রিপাঠী (হাওড়ার পুলিশ কমিশনার)-এর বিরুদ্ধে।’’