রাজ্যের খবর

আমাকে ফাঁসানো হচ্ছে, বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সঞ্জয় রায়ের

I am being framed, Sanjay Rai makes explosive allegations against Vineet Goyal

Truth Of Bengal: আবারো নতুন ফন্দি আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের। এদিন মামলার শুনানিতে শিয়ালদা কোর্টে নিয়ে আসা হয় তাকে। কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় আবারও নতুন নাটক।

সিবিআই তদন্ত করে তার বিরুদ্ধে একাধিক প্রমাণ জমা দিয়েছে আদালতে। শুরুতেই কলকাতা পুলিশের তদন্তেও একাধিক তথ্য উঠে আসে। ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে একাধিক প্রমাণ পেয়েছে সিবিআই ও কলকাতা পুলিশ। সেই প্রমাণ ধরে গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্তকে। তবে আদালতে এসে নজর ঘোরানোর আপ্রাণ চেষ্টা অভিযুক্তের।

সোমবার সেই একই ফন্দি এঁটে নিজেকে নিরপরাধী বলে দাবি করে অভিযুক্ত। উল্টে পুলিশের দিকে আঙুল তোলে। তাকে নাকি ফাঁসানো হয়েছে এমন দাবি জানায়। পুলিশের আধিকারিকদের উদ্দেশ্য করে অভিযুক্তের নয়া ফন্দিবাজি।

কোর্টরুম থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে ফের মুখ খুলল অভিযুক্ত সঞ্জয় রাই। আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় সঞ্জয় রায় উচ্চস্বরে চিৎকার করে বলে ওঠে, “আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। বিনীত গোয়াল, ডিসি স্পেশ্যাল এরা সবাই মিলে আমায় ফাঁসাচ্ছে।” তাঁর আরো দাবি, কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসার বিনীত গোয়েল ও ডিসি স্পেশ্যাল তাকে ফাঁসাচ্ছেন।

সঞ্জয় রায় অভিযোগ করে, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং এই পুরো ঘটনার পেছনে রয়েছে একাধিক পুলিশ ও প্রশাসনের ষড়যন্ত্র। তিনি আরও দাবি করেন, তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। সংবাদমাধ্যমের সামনে এহেন অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত সঞ্জয় রায়।

Related Articles