মুখ্যমন্ত্রীর বার্তায় ভুল স্বীকার, ক্ষমা চেয়ে নিলেন হুমায়ুন কবির
Humayun Kabir admits mistake in Chief Minister's message, apologizes

Truth Of Bengal: বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে শৃঙ্খলার কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার চব্বিশ ঘন্টার মধ্যে দলের অভ্যন্তরীণ বিষয়ে মুখ খোলা নিয়ে ক্ষমা চেয়ে নিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বললেন, দলনেত্রী শেষ কথা, তিনি দলের চেয়ারম্যান।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনস্থিত দলীয় কার্যালয়ে দলের কর্মসমিতির বৈঠকে দলের শৃঙ্খালার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল। সোমবার রাজ্য বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকেও সেই শৃঙ্খলার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। আর তার ২৪ ঘণ্টার মধ্যে ভোলবদল দলের বিধায়ক হুমায়ুন কবীরের। দলের অভ্যন্তরীণ বিষয়ে বারবার মুখ খুলে দলকে অস্বস্তিতে ফেলেছেন হুমায়ুন। যে কারনে শোকজ পর্যন্ত করা হয় তাঁকে। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত ঘোষণার আগেই মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে এবার ক্ষমা চেয়ে নিলেন হুমায়ুন। তিনি বলেন, আমার ভুল হয়েছে, আমি শো-কজের সেই উত্তর দিয়েছি।
তৃণমূলের বিধানসভা ক্ষেত্রের ডিসিপ্লিনারি কমিটির অন্যতম বর্ষীয়ান সদস্য শোভনদেব চট্টোপাধ্যায় জানান, শীঘ্রই কমিটির বৈঠক করে হুমায়ুন কবীরের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তারা। এদিকে শো-কজের জবাব দেওয়ার দিনেই ফের এক সাংসদকে নিয়ে মন্তব্য করেন হুমায়ুন। ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে সেই বিষয়টিও উঠে আসবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজ্য বিধানসভায় হুমায়ুন কবির বলেন, দলনেত্রী শেষ কথা, তিনি দলের চেয়ারম্যান। সেই সঙ্গে জানালেন দলের সমস্ত বিধায়কদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলায় এবার তাদের মতামত জানানোর সুযোগ থাকলো। তিনি এও বলেন, শোকজ মানে সাসপেন্ড নয়, নেত্রী সেই বার্তা দিয়েছেন।