রাজ্যের খবর

মানবিক, ঈদ উপলক্ষে দুঃস্থদের বস্ত্রদান পুলিশের

Humanitarian, police donate clothes to the needy on the occasion of Eid

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: প্রায়ই পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে খবরে। তবে এবার এক পুলিশ আধিকারিকের দেখা গেল মানবিক রূপ। পবিত্র ঈদ উৎসব উপলক্ষ্যে এলাকার শত শত দুঃস্থ পরিবারকে নতুন বস্ত্র তুলে দিলেন নদিয়ার সীমান্তবর্তী চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়। তবে শুধু ঈদ উপলক্ষ্যেই নয়, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও আইসিকে দরিদ্র পরিবারের সদস্যদের নতুন বস্ত্র প্রদান করতে দেখা গিয়েছে।

উল্লেখ্য, বিগত দিনেও চাপড়া ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েত এলাকার টিবি আক্রান্ত রোগীদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়। তাঁদের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছেন পুলিশ অফিসার অনিন্দ্য মুখোপাধ্যায়।

বর্তমান সমাজ যখন বিধবা মহিলাদের বিয়ে দেওয়ার বিষয়ে উদাসীন, ঠিক তখনই অনন্য নজির স্থাপন করেছেন আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়। থানারই এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে এক বিধবার বিয়ের আয়োজন করেছিলেন এবং মহা ধুমধামের সঙ্গে সেই বিয়ে সম্পন্ন হয়েছে থানা চত্বরেই। আর এভাবেই তিনি বারবার প্রমাণ করেছেন, পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারীই নয়, বরং সমাজের অসহায় মানুষের আশা ভরসার একটি স্থানও। তাঁর এই সামাজিক কাজের কারণে পেয়েছেন একাধিক স্মারক সম্মানও। একজন পুলিশ আধিকারিক হয়ে সমাজের মানুষের সঙ্গে মিলেমিশে এইভাবে পাশে দাঁড়ানোয় খুশি চাপড়ার এলাকাবাসীও।

Related Articles