বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার মগরাহাটে, আটক এক
Huge quantity of banned drugs seized in Magrahat, one arrested

Truth Of Bengal: গোপন সূত্রে খবর পেয়ে নিষিদ্ধ মাদক পাচার রুখে দিল ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ও মগরাহাট থানার ওসি। উড়িষ্যা থেকে একটি চার চাকা মেটাডোরে করে ওই নিষিদ্ধ মাদক গুলো নিয়ে আসা হচ্ছিলো। এর মধ্যে ছোট একটি কন্টেনারের মধ্যে গাঁজার প্যাকেট গুলো ছিল। এই ঘটনায় গাড়ির মধ্যে থাকা একজনকে আটক করেছে পুলিশ।
বেশ কিছুদিন ধরেই মগরাহাট থানার পুলিশের কাছে খবর আসছিল গাড়িতে করে মগরাহাট এলাকার রোড ব্যবহার করে পাচার হচ্ছে নিষিদ্ধ মাদক। তবে কীভাবে পাচার হচ্ছে তারই হদিশ পাচ্ছিল না পুলিশ। এরপরই মঙ্গলবার পুলিশের কাছে খবর আসে, কন্টেনারের গাড়িতে প্রায় কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক পাচার হচ্ছে। খবর পেয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ও মগরাহাট থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে মাগুর পুকুর রোডের আমড়াতলা এলাকায় একটি কন্টেনার গাড়িকে আটক করে।
তখনই পুলিশকে দেখতে পেয়ে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় গাড়ির চালক। এতেই সন্দেহ জোরালো হয় পুলিশের। এরপরেই কন্টেনারের গাড়িটিতে তল্লাশি করতে গিয়ে দেখা যায় গাড়ি বোঝাই ফাঁকা ক্যারেটের আড়ালে নকল বাক্স তৈরি করে থরে থরে সাজানো রয়েছে নিষিদ্ধ মাদকের প্যাকেট। নিষিদ্ধ মাদকের গন্ধ যাতে বাইরে না আসে সেই কারণেই পরিকল্পিত ভাবে কন্টেনার গাড়িতে বোঝাই করা হয়েছিল পচা মাছ বহনের দুর্গন্ধযুক্ত ফাঁকা ক্যারেট।
গাড়িটিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। গাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় ১০০ কেজির প্যাকেট প্রায় ২০০ টির মতো। মোট ২ কুইন্টালের মত গাঁজা। এই ঘটনায় গাড়ির মধ্যে থেকে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় গাড়ির মধ্যে থাকা একজনকে আটক করেছে পুলিশ।