হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমান সোনা উদ্ধার, গ্রেফতার ১
Huge amount of gold recovered from , Howrah station1 arrested

The Truth Of Bengal : রাজ্যে ফের একবার সোনা উদ্ধারের ঘটনা। বাজার যার মূল্য প্রায় ১ কোটি ৩৭ লাখ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম বিভাস আদক । তিনি হাওড়া জয়পুরের দক্ষিণ খালনার বাসিন্দা । হাওড়া স্টেশন থেকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এক ব্যক্তির উপর প্রাথমিকভাবে সন্দেহ হয় আরপিএফের । আরপিএফ দেখে বিচলিত হয়ে পড়েন ধৃত ব্যক্তি । ধরা পড়ার ভয়ে বড় ব্যাগটি নিয়ে উলটো দিকে চলতে শুরু করেন তিনি। যা দেখে সন্দেহ হয় আরপিএফ জওয়ানদের। বিভাসকে আটকে রেখে শুরু হয় তল্লাশি।
পুলিশ সূত্রের খবর অনুযায় , কী রয়েছে সেই ব্যাগে তা নিয়ে প্রশ্ন উঠছিল। কোনওভাবেই ওই ব্যক্তি নিজের ব্যাগ খুলে দেখাতে চাইছিলেন না। পরে তাঁর ব্যাগ খুলে দেখা যায় সেখানে বিপুল পরিমাণে সোনার গয়না রয়েছে। তাকে এই গয়নাগুলির বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু, তিনি তা পারেননি। বরং একটি তাঁর কাছ থেকে একটি রিজার্ভেশন টিকিট পাওয়া যায়। এত গয়না নিয়ে কোথায় যাচ্ছিলেন তিনি? এই প্রশ্ন করা হলেও কোনও জবাব তিনি দেননি।
তার কাছে কোনওরকম প্রমাণ না থাকায় সমস্ত জিনিস-সহ বিভাসকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানিয়েছেন, যাত্রী সম্পত্তি রক্ষা ও আশু নির্বাচণের দিকে তাকিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে বড় স্টেশনগুলোতে। তল্লাশি চালানোর সময় তথ্যবিহীন এই সোনার অলঙ্কার উদ্ধার করে আরপিএফের অপরাধ দমন শাখার কর্মীরা।
Free Access