রাজ্যের খবর

হাওড়া জেলায় সাংসদের তহবিল থেকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রাপ্তি হাওড়া পুরসভার

Howrah Municipality has received a modern ambulance from MP funds in Howrah district

The Truth Of Bengal, howrah: হাওড়া জেলায় সাংসদের তহবিল থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পেল হাওড়া পুরসভা। এতে অত্যন্ত খুশি এলাকাবাসীরা।

হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, ” এই ধরনের কয়েকটি অ্যাম্বুলেন্স সাংসদের তহবিল থেকে তিনি আগে হাওড়া সিটি পুলিশকে দিয়েছেন। তবে এবারে তা হাওড়া পুরসভাকে দেওয়া হয়েছে। এর জন্য ২২ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে।” বুধবার তিনি জানান, ” এর আগে বছরে ৫ কোটি টাকা জেলা শাসকের কাছে সরাসরি আসতো। সেই টাকা সাংসদদের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন প্রকল্পে খরচ করা হতো। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার সাংসদ এর নামে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় একটি আলাদা একাউন্ট খোলা হয়।” সেই একাউন্টে কি প্রকল্পে কত টাকা খরচ হবে তার ঠিক করে দেন দিল্লির আমলারা। তাই হাওড়া পুরসভার অ্যাম্বুলেন্স এর জন্য তাকে অনেক অসুবিধা সামাল দিতে হয়েছে।

হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ” অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সে ইনটেনসিভ কেয়ার ইউনিটের অক্সিজেন সহ সব ধরনের সুযোগ-সুবিধা আছে। বর্তমানে যে নম্বরে ফোন করলে পুরসভার অ্যাম্বুলেন্স পাওয়া যায় সেই নম্বরে ফোন করলেই এই অ্যাম্বুলেন্স পাওয়া যাবে। এই অ্যাম্বুলেন্সের জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। আগামী ১৫ দিনের মধ্যে এই অ্যাম্বুলেন্স পুরসভার হাতে চলে আসবে।

FREE ACCESS

Related Articles