রাজ্যের খবর

হাওড়া ও ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মী নিয়োগ

Job Newa

The Truth of Bengla,Mou Basu: চাকরিজীবীদের জন্য সুসংবাদ। হাওড়া ও ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে।হাওড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। হাওড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল যার পোশাকি নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফার্মাকোলজি বিভাগে ২টি, প্যাথোলজি বিভাগে ৩টি, মাইক্রোবায়োলজি বিভাগে ১টি, ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন বিভাগে ২টি, কমিউনিটি মেডিসিন বিভাগে, অ্যানাসথেশিয়োলজি বিভাগে, রেডিওথেরাপি বিভাগে, ফিজিক্যাল মেডিসিন বিভাগে, এমারজেন্সি বিভাগে ও ডেনটিস্ট্রি বিভাগে ১টি করে শূন্যপদে নিয়োগ করা হবে।একইসঙ্গে ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১টি ল্যাবরেটরি টেকনিশিয়ান ও ১টি মাল্টি টাস্কিং স্টাফ শূন্যপদে নিয়োগ করা হবে।হাওড়া মেডিক্যাল কলেজের তরফে জারি করা চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত বয়সসীমা ও প্রয়োজনীয় মেডিক্যাল ও ডেন্টাল কোয়ালিফিকেশন থাকলে শূন্যপদের জন্য আবেদন করা যাবে। রিক্রুটমেন্ট কমিটি আবেদনপত্র খুঁটিয়ে দেখে বাছাই করা চাকরিপ্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউয়ে ডাকবে।

সিলেকশন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।ইন্টারভিউয়ের সময় সমস্ত নথিপত্র আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি নিয়ে যেতে হবে। অ্যাসেসমেন্ট ও ইন্টারভিউ পর্ব মিটলে যোগ্য প্রার্থীদের হাসপাতাল কর্তৃপক্ষই জানাবে। আবেদনপত্র পূরণ করতে হবে ভালো ভাবে। ইন্টারভিউয়ের জন্য কোনো যাতায়াতের খরচ বা মহার্ঘ ভাতা দেওয়া হবে না।সকাল ১১ টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, অ্যানাসথেশিওলজি, রেডিওথেরাপি, ফিজিক্যাল মেডিসিন, এমারজেন্সি মেডিসিন বিভাগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ৩ নভেম্বর। ডেনটিস্ট্রি বিভাগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ৬ নভেম্বর।অন্যদিকে, হাওড়া মেডিক্যাল কলেজে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/ইন্টারমিডিয়েট, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা অথবা হাইস্কুল পাশ ও ৫ বছর যে কোনো ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কোন ফর্ম্যাটে আবেদন করতে হবে তা জানতে ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজের ওয়েবসাইট “https://www.dhgmc.edu.in” অথবা স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে। আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে সমস্ত নথিপত্র সমেত সিলবন্দি খামে ভরে ৩১ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায়-“Office of The Principal, Diamond Harbour Govt. Medical College & Hospital, Newtown, Harindanga, Diamond Harbour Road, South 24 Parganas, Pin-743331”। রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট মারফত আবেদন পাঠাতে হবে। ৩১ অক্টোবর বিকেল ৪টের মধ্যে আবেদন করতে হবে। আলাদা করে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না। শর্টলিস্টে বাছাই করা চাকরিপ্রার্থীদের নাম ওয়েবসাইটে দেওয়া হবে। কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ের জন্য।

যে সব নথিপত্র আসল নিয়ে আসতে হবে-পাসপোর্ট/ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স পরিচয় পত্র ও ঠিকানার পরিচয়পত্র হিসাবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে। পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র। কম্পিউটার অ্যাপ্লিকেশনের শংসাপত্র। চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত প্রয়োজনীয় শংসাপত্র যাতে কর্তৃপক্ষের স্ট্যাম্প থাকতে হবে।মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বোর্ড থেকে হাইস্কুল/ম্যাট্রিক/সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। ক্লিনিক্যাল ল্যাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ডেটা এন্ট্রি কাজের জন্য টাইপ করার স্পিড ভালো থাকতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে ও বায়োমেডিক্যাল বর্জ্য কীভাবে নষ্ট করতে হবে তার বিষয় দক্ষতা থাকতে হবে।আবশ্যিক যোগ্যতা যা থাকতে হবে: করোনা অতিমারিতে সরকারি ল্যাবে ডায়াগনস্টিক ভাইরোলজি নিয়ে কাজের অভিজ্ঞতা। উচ্চ শিক্ষা ও এনএবিএল স্বীকৃত কোনো ল্যাবে ভাইরোলজি বা মলিকিউলার ডায়াগনস্টিক নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে সেই চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: ২০২২ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।
বেতন: মাসে ১৮ হাজার টাকা মাইনে।

কীভাবে নম্বর দেওয়া হবে: মোট নম্বর ১০০। অ্যাকাডেমিক মার্কস: ৭০ নম্বর (মাধ্যমিক: ২০, উচ্চ মাধ্যমিক: ২০, স্নাতক/ডিএমএলটি: ৫০), কাজের অভিজ্ঞতা: ১৫ নম্বর (সরকারি কাজে অভিজ্ঞতা থাকলে বছরপিছু ৫ নম্বর ধার্য আর বেসরকারি সংস্থায় কাজ করলে বছরপিছু ২ নম্বর ধার্য করা হবে), ইন্টারভিউ ও স্কিল টেস্টের জন্য ১০+৫=১৫ নম্বর
ইন্টারভিউয়ের তারিখ: ৮ নভেম্বর

ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/ইন্টারমিডিয়েট, ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি অথবা হাইস্কুল পাশ ও ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবশ্যিক যোগ্যতা যা থাকতে হবে: করোনা অতিমারিতে সরকারি ল্যাবে ডায়াগনস্টিক ভাইরোলজি নিয়ে কাজের অভিজ্ঞতা। উচ্চ শিক্ষা ও এনএবিএল স্বীকৃত কোনো ল্যাবে ভাইরোলজি বা মলিকিউলার ডায়াগনস্টিক নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে সেই চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ২০২২ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।
বেতন: মাসে ২০ হাজার টাকা মাইনে। বাড়ি ভাড়া বাবদ ভাতা দেওয়া হবে।
কীভাবে নম্বর দেওয়া হবে: মোট নম্বর ১০০। অ্যাকাডেমিক মার্কস: ৭০ নম্বর (মাধ্যমিক: ২০, উচ্চ মাধ্যমিক: ২০, স্নাতক/ডিএমএলটি: ৫০), কাজের অভিজ্ঞতা: ১৫ নম্বর (সরকারি কাজে অভিজ্ঞতা থাকলে বছরপিছু ৫ নম্বর ধার্য আর বেসরকারি সংস্থায় কাজ করলে বছরপিছু ২ নম্বর ধার্য করা হবে), ইন্টারভিউ ও স্কিল টেস্টের জন্য ১০+৫=১৫ নম্বর
ইন্টারভিউয়ের তারিখ: ৭ নভেম্বর

Related Articles