সকাল ১১টা পর্যন্ত ভোট ৩১.২৫ শতাংশ, তিন কেন্দ্রে কোথায় কত দেখে নিন
How many votes in the three centers of the state until 11 am? take a look

The Truth of Bengal: দ্বিতীয় দফায় গোটা দেশে ৮৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তার মধ্যে এই রাজ্যে আছে তিন কেন্দ্র। ভোট চলছে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। সকাল ১১টা পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৭৫ শতাংশ। বালুরঘাটে ভোটদানের হার 28.১১ শতাংশ। রায়গঞ্জে ভোটের হার ৩২.৫১ শতাংশ। এখনও পর্যন্ত এই তিন কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩১.২৫ শতাংশ।
শুক্রবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে দেশজুড়ে। দেশের মোট ৮৮টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছেন ভোটাররা। পশ্চিমবঙ্গের তিন আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে চলছে ভোটগ্রহণ। সকাল ১১টা পর্যন্ত এই তিন আসনে মোট ভোট পড়েছে ১৫.৬৮ শতাংশ। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহ চলছে। সেই তুলনায় উত্তরে কিছুটা স্বস্তি আছে। সকাল সকাল ভোট দেওয়ার জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়েন।
এদিন ভোতগ্রহণের শুরুতে বেশ কিছু বুথে ইভিএম-এ গোলযোগ দেখা যায়। যার জন্য ভোটগ্রহণে কিছুটা বিলম্ব হয়। পরে সবকিছু স্বাভাবিক করে আবার ভোটগ্রহণ শুরু হয়। রাজ্যের তিন কেন্দ্রে সকালের দিকে ভোটের হার গোটা দেশের তুলনায় বেশ সন্তোষজনক।