মালদায় ভুট্টা ক্ষেত থেকে, গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধার
Housewife's throat slit body recovered from maize field in Malda

The Truth Of Bengal : মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভুট্টা ক্ষেত থেকে এক গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুম্ভিরা পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
পরিবারের অনুমান কেউ বা কারা যৌন নির্যাতনের পরেই খুন করে ফেলে রেখে গিয়েছে ওই জমিতে। মহিলার গলায় ধারাল অস্ত্রের দাগও রয়েছে বলে খবর। দেহ উদ্ধারের পর থেকেই ব্যাপক উত্তেজনা এলাকায়। পরিবার সূত্রের খবর, শুক্রবার দুপুরে ওই মহিলা নিজেদের জমি দেখতে এসেছিলেন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তারপর বাড়ির লোক খোঁজাখুঁজিও শুরু করে। এরইমধ্যে গ্রামের কয়েক জন ভুট্টা ক্ষেতের গভীরে এক মহিলার অর্ধনগ্ন দেহ দেখতে পান। তাঁরা এলাকায় খবর দিলে বাড়তে থাকে ভিড়। এদিকে ততক্ষণে ফোন গিয়েছে নিখোঁজ মহিলার দাদার কাছে। তিনি এসে দেহটি শনাক্ত করেন ।
মৃতার দাদা জানান , ‘গ্রামবাসীরাই আমাকে ফোন করে জানায়। এসে দেখি বোনের দেহ। বাবার অসুস্থতার খবর পেয়ে দিন তিনেক আগে ও শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি এসেছিল। এখানেই ছিল। সঙ্গে দুই ছেলেমেয়েও ছিল । শুক্রবার দুপুরে জমি দেখতে বের হয়। তারপর আর ফেরেনি।’ খবর যায় পুলিশের কাছেও। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বৈষ্ণবনগর থানার পুলিশ। তাঁরা মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Free Access