রাজ্যের খবর

শ্রীরামপুরে গৃহবধুর হাত কেটে দিলেন প্রাক্তন স্বামী, চাঞ্চল্য এলাকায়

Housewife's hand cut off by ex-husband in Srirampur, Chanchalya area

The Truth Of Bengal: এক গৃহবধুর হাত কেটে ফেলার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। বাসন্তী থানার শ্রীরামপুরের ঘটনা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন জরিনা মোল্লা নামে বছর ত্রিশের ওই গৃহবধূ। তাঁর বাম হাত দেহ থেকে সম্পূর্ন আলাদা হয়ে গেছে। পায়ের শিরা কেটে দেওয়া হয়েছে ও পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শাজাহান মোল্লা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছিল। এক সপ্তাহ আগে দুজনের মধ্যে তালাক হয়ে যায়। এরপর রবিবার সকলে আচমকাই হামলা হয় জরিনা মোল্লার উপর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

FREE ACCESS

Related Articles