গঙ্গাসাগরে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হল গৃহবধূর
Housewife tragically dies after being struck by lightning in Gangasagar

Truth Of Bengal: সৌরভ নস্কর, গঙ্গাসাগর: দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরের ধব লাট লালপুর এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। বজ্রপাতে প্রাণ হারালেন এক গৃহবধূ। মৃতার নাম মনি কর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে হঠাৎ করে আবহাওয়া খারাপ হতে শুরু করে। কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং শুরু হয় ঝোড়ো হাওয়া।
জানা যায়, এই ঘটনার সময় মাঠে গৃহপালিত গরু বাঁধা ছিল। সেই সময় গরুগুলিকে নিরাপদে গোয়ল ঘরে ঢোকাতে গিয়ে বাজ পড়ে যায় ওই গৃহবধূর উপরে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরেন তিনি। পরিবার ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠায়। এই আকস্মিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যে গৃহবধূর মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েছেন পরিবারের সসস্যরা।