রাজ্যের খবর

কানের অসুখ থেকে মানসিক অবসাদ! আত্মঘাতী গৃহবধূ

Housewife commits suicide due to mental depression due to ear disease

Truth Of Bengal: পুরাতন মালদায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক গৃহবধূ। মানসিক অবসাদের জেরেই আই আত্মহত্যা বলে মনে করছে মৃতার পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের খানপুর গ্রামে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

আত্মঘাতী গৃহবধূর নাম সাথী সাহা দাস, বয়স ৩৬। স্বামীর নাম কৃষ্ণ দাস। পরিবারে স্বামী সহ  এক নাবালিকা কন্যা রয়েছে। আত্মঘাতী গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে ,ওই গৃহবধূ দীর্ঘদিন ধরে কানের অসুখে ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও অসুখ সাড়ছিল না এর ফলে সে মানসিক অবসাদে ভুগছিল।

মানসিক অবসাদের কারণে এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলো সে। তবে পরিবারের লোকজনের তৎপরতায় বেঁচে গেছে কিন্তু এদিন ফাঁকা বাড়ি পেয়ে নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে।

বাড়ির লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি করে নিচে নামালে দেখে ততক্ষণে সব শেষ হয়ে গেছে । ঘর থেকে ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা । মৃত গৃহবধুর পরিবারের  বক্তব্য অসুখের কারণে সে মানসিক অবসাদে ভুগতে শুরু করে এবং ওই গৃহবধূ এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছে অবশেষে এদিন পুনরায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। গৃহবধুর মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Related Articles