ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি, ঘটনাস্থলে দমকল বাহিনী
House gutted in massive fire, panic at the scene

Truth Of Bengal: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি! শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিবেকানন্দ পাড়ায়। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ওই বাড়িতে কেউ ছিলনা। হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা। তারপর তারা ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দেয়।
দমকল কেন্দ্রে খবর দেওয়া হলেও ময়নাগুড়িতে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় যাওয়ার ফলে দমকল বাহিনীর আসতে দেরি হয়। সে সময় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে। কিন্তু আগুন ততক্ষণে ভয়াবহ আকার ধারণ করে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘর-সহ ভেতরে থাকা আসবাবপত্রও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং। পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীরা এসে বেশকিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।