রাজ্যের খবর

পরিযায়ী শ্রমিকের বাড়িতে আগুন, ক্ষতি প্রায় পাঁচ লক্ষাধিক টাকা

House fire

The Truth of Bengal: দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের নরেন্দ্রপুর এলাকায় দুপুরে বাড়িতে আগুন লেগে সর্বস্বান্ত একটি পরিবার। অনুমানিক ৬৫ বছর বয়স্ক সৌরভ প্রামানিক দিল্লিতে স্ত্রী ছেলেকে নিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। দুর্গা পূজার সময় বাবাকে বাড়িতে রেখে মাকে নিয়ে আবার দিল্লিতে চলে যায় ছেলে।

সেখানে কাজকর্ম করে টাকা জমিয়ে তৈরি করছিল একটি পাকা বাড়ি। পাশে খড়ের বাড়িতে প্রায় ৫ লক্ষাধিক টাকার জিনিসপত্র ছিল। হাঁস মুরগি, গ্যাস সিলিন্ডার, ফ্রিজ, খাট, ধান চাল সবই ভস্মীভূত হয়ে যায়। নগদ ৫০ হাজার টাকাও পুড়ে যায় বলে দাবি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, ওই বৃদ্ধ সৌরভ প্রামানিক পাশের ঘরের ঘুমিয়ে ছিলেন। স্কুলের ছেলেমেয়েরা আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি করে।

কিছুক্ষণের মধ্যেই এলাকার লোক এসে ওই বৃদ্ধকে কোনরকমে ঘর থেকে বার করে। তারপর দুটি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে পাকা দেওয়ালের কিছু অংশ পড়ে যায়। শীতের সময় অসহায় বৃদ্ধের পরিবারের পাশে নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্যরা ত্রিপল, চাল, ডাল দিয়ে বর্তমানে সাহায্য করছেন। সর্বোস্ব খুইয়ে অসহায় পরিবার।

Related Articles