রাজ্যের খবর

ভোটে তপ্ত সন্দেশখালি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বিজেপি সমর্থকদের

Sandeshkhali, hot on the polls, pelted villagers with bricks aimed at the police

Bangla Jago Desk: শেষ দফায় শিরোনামের সন্দেশখালি। দফায় দফায় পুলিশকে ঘিরে বিক্ষোভ। ভোট পর্বের শেষ লগ্নে রণক্ষেত্রের চেহারা সন্দেশখালিতে। তৃণমূল সমর্থকের বাড়িতে বোমাবাজির অভিযোগে আটক ব্যক্তির মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, ওই ব্যক্তি নির্দোষ। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে বিক্ষোভ।

পরে পুলিশ সেই বিক্ষোভ হঠাতে গেলে, ইটবৃষ্টি শুরু হয় এলাকায়।এর পরই আরও অগ্নিগর্ভ হয় পরিস্থিতি। চলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। শান্তিপূর্ণ ভোট করানো লক্ষ্যে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও RAF । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে উত্তেজনায় রণক্ষেত্রের চেহারা নেয় বাসন্তী হাইওয়ে।

অন্যদিকে সন্দেশখালিতে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী সন্দেশখালি খুলনা অঞ্চলে ১৭৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মনিকা মন্ডলের স্বামী রামকৃষ্ণ মন্ডল কে মেরে মাথা ফাটিয়ে দেবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি সন্দেশখালির বয়ারমারিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ। ঘটনায় তিন রাউন্ড গুলি চলেছে বলে খবর। বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের। আক্রান্ত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি সহ দুজন। শেষ দফা ভোটে কমিশনের বিশেষ নজর ছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি। মোতায়েন ছিল বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী কিন্তু তা সত্ত্বেও আটকানো গেল না অশান্তি।এরপরই রাজবাড়ী আউটপোস্টের সামনে বিক্ষোভ দেখান মহিলারা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান মহিলারা।

Related Articles