রাজ্যের খবর

নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে ৭

Horrific road accident in Nadia, 3 dead in head-on collision between Toto and four-wheeler

Truth Of Bengal: নদিয়ার চাপড়ায় দোল উৎসবের দিনে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের চারাতলা পেট্রোল পাম্পের কাছে একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি টোটো গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের, যার মধ্যে রয়েছে এক শিশু।

দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে চাপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭। স্বভাবতই দোল উৎসবের দিনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এই ঘটনার খবর মিলতেই মৃতের পরিবার পরিজনেরা ভেঙে পড়েছেন কান্নায়। অন্যদিকে, কি কারণে এই ধরনের মর্মান্তিক পথ দূর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

Related Articles