রাজ্যের খবর

ভয়াবহ দুর্ঘটনা! অটল সেতু থেকে নিচে পড়ল যাত্রীবাহী বাস, মৃত ৪

Horrific accident! Passenger bus falls off Atal Bridge, 4 dead

Truth Of Bengal: পাহাড়ি পথে ভয়াবহ দুর্ঘটনা। অটল সেতু থেকে সোজা নিচে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। শনিবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে রংপোর কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে খাদে উলটে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস।

জানা যাচ্ছে, অটল সেতু ভেঙে নিচে পরে যায় বাসটি। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন একাধিক মানুষ। দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। প্রাথমিক অনুমান, বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে।

Related Articles