রাজ্যের খবর

সাতসকালে হাওড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা, আহত ২০

Horrific accident in Howrah at 7 am, 20 injured

Truth Of Bengal: সাতসকালে হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সকাল ৮ টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। এদিন হাওড়ার উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি বাসের পিছন থেকে ধাক্কা মারে আরও একটি বাস। প্রবল ধাক্কায় ক্ষত বিক্ষত হয়ে যায় সামনের বাসটি। এরপর এই ঘটনা দেখতে পায় ওই এলাকার বাসিন্দারা। এরপর তারা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ওই বাসটি থেকে একে একে সকলকে উদ্ধার কাজ চালাতে শুরু করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নন্দীগ্রাম – বারাসাত রুটের একটি বেসরকারি বাস আচমকা শ্রীরামপুরে দাঁড়িয়ে পড়ে যাত্রী তোলার জন্য। তার ঠিক পিছনে ছিল দীঘা থেকে হাওড়াগামী একটি বাস। ওই বাসটি আচমকাই দাঁড়িতে পড়ার ফলে ঘটে বিপত্তি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে দীঘা – হাওড়া রুটের বাসটি সামনের বাসটিকে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, ধাক্কা মারা ওই গাড়িটির চালক পলাতক। সাথে দুটি বাসকেই আটক করেছে পুলিশ। ইতিমধ্যে আহতদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles