রাজ্যের খবর

উত্তরপাড়ায় ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে

Home teacher accused of molesting student in Uttarpara

Truth Of Bengal: ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উত্তরপাড়ার এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের কান ধরে উঠবসের ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ পুলিশের। গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,উত্তরপাড়া থানার হিন্দমোটর বিবি স্ট্রিটের বাসিন্দা দেবাশিষ বন্দ্যোপাধ্যায় একজন পরিচিত গৃহ শিক্ষক।

তিনি বায়োলজি পড়ান।তার বাড়ি শতাধিক পড়ুয়া রোজ পড়তে আসে। দিন তিনেক আগে বিকাল চারটে নাগাদ বালির নিশ্চিন্দার একাদশ শ্রেণীর এক ছাত্রীকে তার বাবা পড়াতে নিয়ে আসেন। শিক্ষকের ঘরে ছাত্রী একাই ছিল। সেই সুযোগে ছাত্রীর শ্লীলতাহানী করেন বলে অভিযোগ। ছাত্রী বাড়ি ফিরে তাকে মা জানালে শনিবার ছাত্রীর মা শিক্ষকের বাড়িতে আসেন। সে সময় আরো কয়েকজন অভিভাবক সেখানে ছিলেন। শিক্ষককে কান ধরে উঠবস করানো হয় ঘরের ভিতর।
সেই ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। সমাজ মাধ্যমে ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনার লেখাও ছড়িয়ে পরে।

উত্তরপাড়া থানার পুলিশ ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করে। নির্যাতিতার বাড়িতে যায়। এরপর আজ ছাত্রীর মা ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন উত্তরপাড়া থানায়। পুলিশ গৃহশিক্ষককে গ্রেফতার করে।তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। আগামী কাল ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।

অভিযুক্ত যদিও এবিষয়ে কিছু বলতে চাননি।জানান যা বলার তাঁর আইনজীবী বলবে। প্রসঙ্গত হুগলি জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখার্জী আরজিকর কাণ্ডের দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে ধরনা মঞ্চ থেকে এই ঘটনায় অভিযুক্ত গৃহ শিক্ষকের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি তুলেছিলেন ।।

Related Articles