শুভেন্দু অধিকারীর বর্ণাঢ্য সোভাযাত্রার সহযোগে মনোনয়ন জমা হিরণ ও অগ্নিমিত্রার!

The Truth Of Bengal, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: শুক্রবার ঘাটালের বিজেপির প্রার্থী হিরন চট্টোপাধ্যায় ও মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল মনোনয়ন জমা দিতে এলেন মেদিনীপুর কালেক্টরেটে। এইদিন হিরণ কেশপুরে নিহত বিজেপি কর্মী সুশীল ধাড়ার পরিবারকে প্রণাম করে এই মনোনয়ন দিতে যান।
এই মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রস্থ বার্তা দিলেন বন্ধু দেব’কে। তিনি বলেন ঘাটালের সাংসদ প্রথম দিনই রক্ত নিয়েই মনোনয়ন জমা দিলেন। এর সঙ্গে তিনি মিথ্যা কথা বলেছেন তিনি প্রথমে বলেছিলেন নয় লক্ষ ভোট পাব এবং ৯ লক্ষ গাছ লাগাবো।
তার কিছুক্ষণের মধ্যেই তিনি ৮ লক্ষ ভোট পাবেন আট লক্ষ গাছ লাগাবো বলে প্রতিশ্রুতি দেন। এক মিনিটের মধ্যেই সাংসদ মিথ্যে কথা বলেছেন।কেশপুরে রক্ত ঝরিয়ে সৌজন্যতার বার্তা দিয়ে ও নিজেকে মহান ভাবছে দেব। পাশাপাশি অগ্নিমিত্রা পল ও আর মনোনয়ন পত্রটি জমা করেন জেলাশাসকের কাছে।