রাজ্যের খবর

Hili Tragedy: চারচাকা গাড়ির দাবিতে জেদ, পূরণ না হওয়ায় আত্মঘাতী আইটিআই ছাত্র

পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই সুদীপ্ত তার বাবা-মায়ের কাছে একটি চারচাকা গাড়ি কিনে দেওয়ার জন্য বারবার আবদার করছিল।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: চারচাকা গাড়ির আবদার পূরণ না হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে এক আইটিআই ছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে হিলি থানার ত্রিমোহিনী এলাকার কিসমতদাপট গ্রামে। মৃতের নাম সুদীপ্ত চক্রবর্তী (২২)। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী।

পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই সুদীপ্ত তার বাবা-মায়ের কাছে একটি চারচাকা গাড়ি কিনে দেওয়ার জন্য বারবার আবদার করছিল। গত বৃহস্পতিবার (বৃহস্পতিবার) সে ফের ‘এখনই গাড়ি চাই’ বলে জেদ ধরে। তার বাবা-মা তাকে বোঝানোর চেষ্টা করে বলেন, গাড়ি কিনতে আরও “দু-এক দিন সময় লাগবে”। এই নিয়েই বাড়িতে অশান্তি শুরু হয়।

অভিযোগ, কিছুক্ষণ পরে বাবা-মা বাইরে গেলে সুদীপ্ত ঘরে একাই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চরম পথ বেছে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বালুরঘাট হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের পিসির ছেলে আনন্দ মহন্ত জানান, “ভাই অনেকদিন ধরেই চারচাকা চেয়েছিল। বাবা-মা দিতে রাজিও ছিলেন। কিন্তু গতকাল সে গাড়িটি এখনই চেয়েছিল। সেই দাবি পূরণ না করায় ও আত্মঘাতী হয়েছে।”

শনিবার বালুরঘাট পুলিশ মর্গে মৃতদেহটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত, তা জানতে তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ। এই আকস্মিক মৃত্যুতে গোটা পরিবার এবং প্রতিবেশীরা গভীর শোকাহত।

Related Articles