শনিবার জেলা তৃণমূলের হাই ভোল্টেজ বৈঠক, উপস্থিত থাকবেন কেষ্ট
High voltage meeting of district Trinamool on Saturday, Kest will be present

Truth Of Bengal: শনিবার অনুব্রতর সাথে সাক্ষাৎ হবে জেলা তৃণমূলের হাই ভোল্টেজ বৈঠকে। প্রায় তিনমাস পর আগামীকাল তৃণমূলের জেলার কোর কমিটির বৈঠক বসবে বোলপুরে জেলা পার্টি অফিসে। অনুব্রত মন্ডল গ্রেপ্তার হওয়ার পর বীরভূমে দল পরিচালনার জন্য মমতা ব্যানার্জ্জী ৬ সদস্যের কোর কমিটি গড়ে দেন। এদিকে সম্প্রতি অনুব্রত মন্ডল জামিনে মুক্ত হওয়ার পর জেলা তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে।
কেষ্ট – কাজল দ্বন্ধ বারবার সামনে এসেছে । ব্লকে ব্লকে তৃণমূলের বিজয়া সম্মেলনী আয়োজিত হলেও এক মঞ্চে দেখা যায়নি অনুব্রত ও কাজল শেখকে। তবে আগামীকাল কোর কমিটির বৈঠকে কাজল শেখ উপস্থিত থাকবেন। এদিকে দলনেত্রীর নির্দেশে অনুব্রত মন্ডলও ওই বৈঠকে থাকবেন। আর তাই জেলা তৃণমূলের এই হাইভোল্টেজ বৈঠকের দিকে নজর থাকবে সবার। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। মিটিংয়ের এজেন্ডা অবশ্য প্রকাশ্যে জানতে চাননি বিকাশ রায়চৌধুরী।