রাজ্যের খবর

বনদফতরের তৈরি ভেষজ আবিরে ভরসা রাখুন, রং মাখতে আর অ্যালার্জির ভয় থাকবে না

Herbal Abir 

The Truth of Bengal: আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে দেওয়ার উৎসব দোল আসন্ন। দোলের সময় আবির খেলার ইচ্ছে থাকলেও ভয় অ্যালার্জির। তাই অনেকে আবির খেলতে পারেন না। তাঁদের জন্য এখন বাজারের এসেছে নানা কোম্পানির ভেষজ আবির। দোলের সময় যারা আবির থেকে দূরে থাকেন তাঁদের এই আবিরে ভয় নেই। এবার বনদফতরের তরফে বাজারে আনা হল ভেষজ আবির। গাঁদা ফুল, বেলপাতা ও  মুলতানি মাটি দিয়ে এই আবির তৈরি করেছে শিলিগুড়ি ডিভিশনাল বন বিভাগের তরফে।

বন দফতরের নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিভিশনের তরফে প্রতি বছর ভেষজ আবির তৈরি করা হয়। এবছরও এই ভেষজ আবির তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই বন দফতরের কাউন্টারগুলিতে সেই আবির বিক্রি শুরু হয়ে গিয়েছে। এবছর প্রায় ৭ কুইন্টাল ভেষজ আবির তৈরি করা হয়েছে। কমলা, সবুজ ও হলুদ রঙের আবির তৈরি করা হয়েছে। গাঁদা ফুলের সঙ্গে সুগন্ধি, মুলতানি মাটি মিলিয়ে তৈরি করা হয়েছে কমলা ও হলুদ আবির।

অন্যদিকে বেলপাতার সঙ্গে মুলতানি মাটি, সুগন্ধি মিলিয়ে সবুজ রঙের আবির তৈরি করা হয়েছে। ৫০০ গ্রামের আবিরের প্যাকেট ৯০ টাকা ও ২৫০ গ্রাম আবিরের প্যাকেটের দাম রাখা হয়েছে ৫০ টাকা। গত বছর এই আবির বিক্রি করে প্রায় ৪৬ হাজার টাকা আয় হয়েছিল। এবছর ১ লক্ষ টাকা আয় হবে বলে মনে করছে বন দফতর। তবে লাভের থেকে ভেষজ আবির ব্যবহারে জোর দেওয়ার জন্য এই উদ্যোগ। অ্যালার্জির ভয়ে যারা আবির খেলেন না তাঁরা যাতে দোলে একে অপরকে রাঙিয়ে দিতে পারে, তাঁদের জন্য এই উদ্যোগ বন দফতরের।

Related Articles